হজ্ব এর আভিধানিক ও পারিভাষিক অর্থ

হজ্ব আরবি শব্দ। এর অর্থ নিয়ত করা, দর্শন করা, সঙ্কল্প করা, গমন করা, ইচ্ছা করা, প্রতিজ্ঞা করা।

পবিত্র কা’বা শরীফে এবং মক্কা শরীফের সন্নিকটে মিনা, মুজদালিফা ও আরফার ময়দানে হজ্জের মাসে নির্দিষ্ট দিনে, নির্দিষ্ট সময়ে এবং নির্দিষ্ট স্থানে কা’বা পরিদর্শনসহ কতগুলো ফরজ, ওয়াজিব ও সুন্নাত আমল, সুন্নাত তরিকায় ধারাবাহিকভাবে সুসম্পন্ন করাকে হজ্জ বলে।